সেরা কমেন্টেটর ফলাফল
গান: মহুল বনে ফুল ফুটেছে, ১৮ জুন ২০২১
বি.দ্র. যাঁরা সেরা কমেন্টেটর নির্বাচিত হয়েছেন তাঁরা Urvashi গানের সিঁড়ি পেজে-এর ইনবক্সে ঠিকানা ও ফোন নম্বর প্রেরণ করবেন।
Milon Hossain- টানা দুইবার গানটি শুনে ফেললাম। এমন গান এখন আর হয় না।এই গানের সুর আমার কাছে সবচেয়ে বেশী ভালো লেগেছে। এমন সুর খুব বুকে লাগে। আমার মনে হয় আগামী কয়েকদিন এই গান আমার মাথায় বারবার বাজতে থাকবে।
Sujan Pathan-
মহুল ” শব্দটি জঙ্গলমহলের এক আবেগী নাম।হৃদয় নিঙড়ানো নির্যাস। সারা বিশ্ব যখন ” করনা” নামক দানব জ্বরে আক্রান্ত, তখন মহুলের গন্ধে মাতোয়ারা বাংগালী মহল। সারা দিন-রাত গৃহ বন্দী জীবন । হাঁপিয়ে ওঠা জীবনকে মহুয়া র রসে ডুবিয়ে দিলো Urvashi Forum এই আয়োজন।
Dip Rajbongshi-
মহুল সুধায় মন হারিয়ে বাঁশির সুরে অলরেডি আমার অঙ্গ দোলা শুরু করে দিয়েছে । 🥰🥰🥰
মন্তব্যের জন্য ধন্যবাদ:
Gazi Tarek Official-শহুরে জীবনে পাহাড়িয়া সুর মন ভোলানো! সুরে সুরে ছন্দে ছন্দে দুলছিলো শিল্পী আমরাও দুলছিলাম গানে গানে! কানে কানে কেউ একজন বলছিলো চল ছুটে যাই পাহাড়ের দেশে! এ যেন একটা মন্ত্রনা! আমি কি ভাসিয়ে দেবো নাকি ডুবিয়ে দেবো নিজেকে! কেউ একজন আমার সাথে চলুক! এই ছিলো আহবান! প্রাণে প্রাণে দোলা দিয়ে যায়।
Rabeyabasri Sathi-পাহাড়িয়া বাঁশি আর বাসন্তী হাসি,মিলেমিশে যেনো ঝর্নার অবিরাম বয়ে চলা।বরাবরের মতো এবারও গানের কথা ও সুর মন ছুঁয়েছে। কোরাসও অসম্ভব ভালো ছিলো, সাথে প্রিয়াঙ্কা আপুর expression wow।পুরো আয়োজন টাই মহুল ফুলে সাজানো ছিলো।Best of luck Urvashi Forum.
Design & Developed By Engr. Md. Jubayer Hossain (IT Coordinator) || Urvashi Forum || All Right Reserved www.urvashiforum.com
LeaveComment